সাকিবকে ছাড়াই জয়ের জন্য লড়তে প্রস্তুত বাংলাদেশ

এবারের নিউজিল্যান্ড সফরেও সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। দলের সেরা তারকা না থাকায় শক্তিমত্তা কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে সাকিব না থাকলেও বাংলাদেশ দল নিউজিল্যান্ডে জয়ের জন্যই লড়বে। 



বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্টের প্রথম দিন নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়। দুই টেস্টের সেই স্কোয়াডে ছিল সাকিবের নাম। তবে পরবর্তীতে সাকিব ছুটি চান বোর্ডের কাছে। তাকে ছাড়াই তাই দলকে যেতে হবে কঠিন কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবেলায়। 

দ্বিতীয় দিন শেষে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল জানান, সাকিব না থাকলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। তারকা এই অলরাউন্ডারের অনাকাঙ্ক্ষিত অনুপস্থিতি নিয়ে দলের মাথাব্যথা নেই বলেও জানান তিনি। বাবুল বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা বোর্ডের ব্যাপার। 

এই বিষয়গুলো দলে কোনো প্রভাব ফেলে না। অন্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ যদি না যায় তাকে নিয়ে চিন্তা করার সুযোগ এখানে নেই। সাকিবকে ছাড়াই দল জয়ের জন্য লড়বে জানিয়ে বাবুল আরও বলেন, ‘সাকিব বা অন্য যারা ভালো ওরা গেলে দলের শক্তি বাড়ে। 

তারা না গেলে যারা আছে তাদের নিয়েই জেতার জন্য যাব। শুরু থেকেই যদি অন্য মানসিকতা নিয়ে যাই তাহলে তো ভালো কিছু করার প্রশ্ন আসে না। বাবুল জানান, জৈব সুরক্ষা বলয়ে টানা খেলার মধ্যে থাকলেও কোচিং স্টাফরা দলকে চাঙ্গা রাখার আপ্রাণ চেষ্টা করছেন। 

আর এর প্রভাব পড়ছে ক্রিকেটারদের ইতিবাচক ভাবভঙ্গিতেও। তার ভাষায়, ‘সবাই ছেলেদের মোটিভেটেড করার চেষ্টা করছি। হয়ত লক্ষ্য করবেন, তাদের মাঠের চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ, মুখভঙ্গি- হাসিখুশি, তারা চেষ্টা করছে- এটা ফুটে উঠছে। 

আমার চোখে ধরা পড়েছে তারা ভালো করছে। ছেলেরা জৈব সুরক্ষা বলয়ের কারণে কিছুটা মানসিক অবসাদে আছে। এটা কষ্টের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের হাসিখুশি রাখাও কোচিং স্টাফের বড় দায়িত্ব। এটা পালন করার চেষ্টা করছি।

2 Comments

  1. Casinos Near Casinos in Henderson | Mapyro
    Find the best 서울특별 출장안마 casinos near 포항 출장샵 you in Henderson with Mapyro, the home to over 1,000 slot 평택 출장샵 machines, 나주 출장마사지 video poker, 서울특별 출장안마 table games, live entertainment,

    ReplyDelete
  2. Slots, Casino & Slots - Mapyro
    Find Slot Games, Table Games 포항 출장샵 & Live Casino 동해 출장안마 in 논산 출장마사지 Mapyro. View Mapyro Casino, 영천 출장안마 profile 안산 출장마사지 picture, reviews and ratings.

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Recent in Sports