টি-টোয়েন্টি দলে ফিরছেন সাব্বির রহমান-সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হঠাৎ করেই ছিটকে পড়েন দল থেকে। এরপর ২ বছরের বেশি সময় তিনি জাতীয় দলের বাইরে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাব্বির রহমান।
বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় এখন নেই কোনো ফরম্যাটের দলে। তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলের ব্যাটিং ইউনিটের ব্যর্থতার পর জোরালো হচ্ছে সাব্বিরকে দলে ভেড়ানোর দাবি।
এই যে জাতীয় দলে থাকা এবং না থাকা; এই দুই সময়ের পার্থক্য আসলে কতোটা? জাতীয় দলের বাইরে থেকে ইনজুরিতে পড়লে কী অবস্থা দাঁড়ায়? এসব নিয়ে সাব্বির রহমান জানিয়েছেন তাঁর এখনকার অভিজ্ঞতা।
এ ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় শট খেলার দুর্বলতা কি মানসিক নাকি শারিরীক শক্তিতে? আর লেগ স্পিনার তৈরী হচ্ছে না কেন?
এসব প্রশ্নের যেমন উত্তর দিয়েছেন তেমনি জানিয়েছেন জাতীয় দলে ফেরার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি। তাঁকে ঘিরে চলা সব বিতর্ক কি তিনি পেছনে ফেলতে পেরেছেন?
সাব্বির রহমানের এই একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল তিতুমীর। দেখতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে। এদিন সাব্বিরকে জাতীয় দলে নেওয়ার কারণ ব্যখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন মাশরাফির জোড়াজুরির কারণেই তাকে দলের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে দেই এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালোভাবে দাবি জানিয়েছে তাকে (সাব্বিরকে) স্কোয়াডে নেওয়ার জন্য।’