ভারতে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টানা তিন জয়ের পর আজ চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও আগের তিন ম্যাচে জিতে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে টাইগার যুবারা।
ইডেন গার্ডেনে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছিল টাইগার যুবারা।
দ্বিতীয় ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ বি দলকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগার যুবারা৷ তৃতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ এ দলকে ৬ রানে হারায় রাকিবুলের দল।
৫ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ এ ও বি দলের ম্যাচের পর চূড়ান্ত হবে টাইগার যুবাদের ফাইনালের প্রতিপক্ষ। ৭ ডিসেম্বর এই ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে টাইগার যুবারা।