বৃষ্টি বাধায় মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে গড়ালো মাত্র ৬.২ ওভার। বেলা তখন তিনটা বাজে। অফিসিয়াল ঘোষণা না আসলেও সবাই বুঝে গেছে, ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা আর হবে না।
এ সময় ড্রেসিংরুমে বসে বসে বিরক্ত হয়ে মাঠে নেমে রানিং করছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
আর ঠিকই তখনই যেন বিশ্বসেরা অলরাউন্ডার হঠাৎ ফিরে গেলেন শৈশব স্মৃতিতে! পিচ ঢাকা কাভারের ওপর দিয়ে যেতে যেতে সাকিবের কী মনে হলো, দিলেন ডাইভ! তার ত্রিপলের ওপর পিছলে যাওয়ার সেই দৃশ্য দেখে গ্যালারিতে আওয়াজ উঠল।
যেন রুদ্ধশ্বাস কোনো ম্যাচে সাকিব দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন। আর সাকিবের ওই ডাইভের পরই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এদিকে সাকিবের এই ডাইভ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর ভাইরাল হয়ে যায়।