লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে ক্লাবে আনতে নাকি কোমড় বেঁধে নেমেছেন বার্সেলোনার নতুন কোচ জাভি হার্নান্দেজ।
এবার এ নিয়ে এবার মুখ খুললেন খোদ মিশরীয় এই ফরোয়ার্ড। সালাহ জানিয়েছেন, আপাতত তার নাকি অ্যানফিল্ড ছাড়ার কোনো ইচ্ছা নেই। তিনি প্রিমিয়ার লিগেই ভালো আছেন।
কারণ প্রিমিয়ার লিগই তার কাছে বিশ্বের সেরা শক্ত লিগ। এক সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘আমাকে নিয়ে বার্সেলোনার মতো দল আগ্রহ দেখাচ্ছে, এটা আমার জন্য খুশির খবর।
তবে আমি লিভারপুলেই ভালো আছি। আগামীতে কি হবে সেটা পরে দেখা যাবে। তবে আপাতত প্রিমিয়ার লিগেই থাকতে চাই।’