পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন লিটন দাস।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এমন পারফরম্যান্সের ফলে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোলেন লিটন। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর অবস্থান ৩১ এ।
এদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরির আক্ষেপে পোড়া মুশফিকুর রহিম ৩ ধাপ এগিয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছেন। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট হারানোর পর ২০৬ রানের অনবদ্য জুটি গড়েছিলেন লিটন-মুশফিক।
যেখানে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লিটন। সেঞ্চুরি তুলে নিয়ে লিটন ১১৪ রানে আউট হলেও ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন মুশফিক।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরেছিলেন লিটন। খেলেছিলেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। যদিও শেষ পর্যন্ত ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের জেরে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁদের দুজনের।
বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয়ের ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। তাতে তিনধাপ এগিয়েছেন বাঁহাতি এই পেসার।
নেইল ওয়াগনার, কাগিসো রাবাদা ও জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলে পাঁচে উঠে এসেছেন আফ্রিদি। এদিকে ৭ উইকেট নেয়া হাসান আলী ৫ ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন।