প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

আবারো বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশ। 


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত খেললেও এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। 

তবে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

মূলত করোনাভাইরাস এর জন্য বাছাই পর্বের বাকি সবগুলি ম্যাচ বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এ কারণেই র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে দল বাছাই করেছে আইসিসি। 

টুর্নামেন্টটি বাতিল না হলে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হতো বাংলাদেশকে। জিম্বাবুয়েতে বাছাই পর্বই খেলছিলেন সালমা-জাহানারা। বাংলাদেশ এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আটে ছিল বাংলাদেশ। 

আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেছেন, 'বিশ্বকাপ বাছাই পর্বের বাকি অংশ বাতিল করতে হয়েছে বলে আমরা খুবই হতাশ। কিন্তু স্বল্প সময়ের মধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় প্রচন্ড শঙ্কা জাগে যে তারা দেশে ফিরতে পারবে কিনা।' তিনি আরও বলেন, 'টুর্নামেন্টটি চালিয়ে নিতে আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। যত দ্রুত সম্ভব জিম্বাবুয়ে থেকে দলগুলোকে দেশে ফেরার ব্যবস্থা করব আমরা। 

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বকাপে খেলার যোগ্য অর্জন করেছে।' দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার 'ওমিক্রন' বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে আফ্রিকার সাত দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাতটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিক। 

মূলত এ কারণেই বাছাই পর্ব বাতিল করেছে আইসিসি। বাছাই পর্ব পেরোতে না পারায় ওয়ানডে বিশ্বকাপে কখনই খেলা হয়নি বাংলাদেশের। এবার দারুণ ফর্মে থাকায় বাছাই পর্ব পেরিয়েই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। দুটি গ্রুপ থেকে পাঁচটি করে মোট ১০ দল অংশ নিয়েছিল বাছাই পর্বে। 

তিনটি করে মোট ছয়টি দল নিয়ে সুপার সিক্স রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখান থেকে সেরা তিন দল উঠার কথা ছিলো মূলপর্বে। সেটা না হওয়ায় তিন দল বিশ্বকাপের টিকেট পেয়ে গেল। মেয়েদের আগামী বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে। তাদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডে আগামী বছরের ৩ মার্চ শুরু হবে আসরটি। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল।

Post a Comment (0)
Previous Post Next Post

Recent in Sports