নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রুর নামটি যেন ইনজুরি। এই ইনজুরি তার ক্যারিয়ারের অনেকটাই শেষ করে দিয়েছে।
এবার আরও একবার ইনজুরির কবলে পড়েছেন তিনি। বার্সালোনা ছাড়ার পর থেকে সেই ইনজুরি আরও বেশি করে চেপে বসেছে তার উপর।
লিগ ওয়ানে শারীরিক শক্তি নির্ভর খেলায় অতিরিক্ত ফাউলের কারণে বেশ কয়েকবার ইনজুরিতে পরতে হয়েছে তাকে।
পিএসজিতে যাওয়ার পর ২০১৭ সাল থেকে চলতি মৌসুম পর্যন্ত অনেকবারই ইনজুরিতে পরেছিলেন তিনি। তারমধ্যে কিছু ইনজুরির কারণে ক্যারিয়ারটাই অনেক পিছিয়ে গেছে তার।