বিশ্বকাপ শেষ হতে না হতেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে গত শনিবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার টেস্ট দল ঘোষণা করা হয়েছে। এ সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল।
অনুশীলনে বেশ কিছু সময় টানা বোলিং করে গেছেন বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। দলের অন্য স্পিনারদের চেয়ে মিরপুরের উইকেট তার বেশি চেনা।
কয়েকবার বিপিএল মাতিয়ে গেলেও এবার এলেন নিজ দেশের হয়ে সিরিজ খেলতে। সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি আখ্যা দিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শাদাব খান।
১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।