আবারও আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারিয়েছেন সাকিব আল হাসান। এ ক্রিকেট মহাতারকাকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী।
বিশ্বকাপের মাঝে ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। দীর্ঘ দিন পর র্যাঙ্কিংয়ের রাজত্ব ফিরে পেয়েছিলেন এ ক্রিকেট মেগাস্টার। কিন্তু চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আবার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন তিনি।
আফগান অলরাউন্ডার নবীর পুঁজি এখন ২৬৫ রেটিং পয়েন্ট। আর সাকিবের সংগ্রহ এখন ২৬০ রেটিং পয়েন্ট। দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র পাঁচ। এই পাঁচ পয়েন্টের ব্যবধানেই পিছিয়ে থেকে র্যাঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া ইনজুরি টি-টোয়েন্টির এ বৈশ্বিক আসরে দর্শক বানিয়ে দেয় সাকিবকে। এ কারণে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব। উঠে যান র্যাঙ্কিংয়ের চূড়ায়। তবে সুপার টুয়েলভে নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি।
আর এই জন্যই কিছুটা হতাশ সাকিব।