ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ যুব দল। প্রথম ম্যাচেই ভারত অনূর্ধ্ব ১৯ ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। ১০ বল ও ২ উইকেট হাতে রেখেই ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ যুবারা।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে।
কলকাতার ইডেন গার্ডেনসে এই ম্যাচে আগে ব্যাট করে ভারতের দলটি ৪৮.১ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৪৫ রান। জবাবে ৮ উইকেট হারালেও দশ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এদিন অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান হারনুর সিং। তার ব্যাট থেকে আসে ১৩৬ বলে ১১১ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক এস কে রশিদ করেন ৩০ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। রাকিবুল, আশিকুর জামান ও মুশফিক হাসানের শিকার দুইটি করে উইকেট।
২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করেন দুই ওপেনার ইফতিখার হাসান ও মাহফিজুল ইসলাম। উদ্বোধনী জুটিতে মাত্র ১৩.৫ ওভারেই আসে ৮৫ রান।
ইফতিখার আউট হন ৩৬ বলে ৩৪ রান করে। তবে চালিয়ে যেতে থাকেন মাহফিজুল। মাহফিজুলের ব্যাট থেকে আসে ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস। নওরোজ প্রান্তিক নাবিল ৩৫ রান।
আর শেষ দিকে এসএম মেহরব হাসান ৩৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অধিনায়ক রাকিবুল অপরাজিত থাকেন ৬ বলে ৩ রান করে।
What Are The RTPs in Casino Rollouts and How Do They Work?
ReplyDeleteCasino 힘 숨찐 챌린지 Rollout Percentage. The higher the rollout 강원랜드떡 percentage, the more chances that a payout 헬로우 블랙 잭 is going to be. Payouts can be as low as 1%. Payouts, 토토 랜드 같은 사이트 like the high betting percentage,