স্টেডিয়ামের পাশে আগুন সংকটে পরেছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। শুক্রবার টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 



বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ যখন প্রথম সেশনের ব্যাটিং করছিল। 

তখনই স্টেডিয়ামের পাশের এক রাসায়নিক কারখানায় লাগা আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 

স্টেডিয়ামের পাশে লাগা ঐ কারখানায় লাগা আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। তখন স্টেডিয়ামে আগত দর্শকদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। 

স্টেডিয়ামে অবস্থানরত ফায়ার সার্ভিসের যে ক’টি ইউনিট ছিল, তারাই প্রথমে সেই আগুন নিয়ন্ত্রণে ছুটে যান। যদিও কালো ধোঁয়া খেলা বন্ধের উপক্রম হয় নি। তবে শঙ্কা ছিল খেলা বন্ধ হওয়ার। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Post a Comment (0)
Previous Post Next Post

Recent in Sports