সিরিজ জিতেও ট্রফি পেলো না পাকিস্তান অবাক বাবর আজম

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। বাবর আজমদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। প্রথম ম্যাচে ৪ উইকেট, দ্বিতীয়টিতে ৮ উইকেট এবং তৃতীয়টিতে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান দল।


কিন্তু ২২ নভেম্বর অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচেও বাবর আজমদের হাতে ট্রফি তুলে দেয়নি টুর্নামেন্টের আয়োজকরা। সোমবার ট্রফি হাতে না পেয়ে খানিকটা অবাক হন বাবর-রিজওয়ানসহ পাক দলের মাঠের তারকারা। 

ট্রফি ছাড়াই একত্রিত হয়ে সেলফি তোলেন শাহিন শাহ আফ্রিদিরা। কেন সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি তার কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কবে দেওয়া হবে সেটিও জানানো হয়েছে। 

সিরিজ শেষ হওয়ার পরে বিসিবির পক্ষ থেকে হয়, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন না থাকার কারণেই পাক দলের হাতে ট্রফি হস্তান্তর করা যায়নি। বিসিবির এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ডের কর্মকর্তাদের। 

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদেরও। কিন্তু বিসিবি সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা এবং বিনিয়োগকারী সংস্থার মালিকরা ওই সময় জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। করোনা বিধি পালনে যথেষ্ঠ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

তাই ক্রিকেটারদের কাছে তাদের ঘেঁষতে দেওয়া হয়নি। ফলে বাবর আজমদের হাতে ট্রফিও তুলে দেওয়া হয়নি। বিসিবি জানিয়েছে, দু’দলের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে বাবর আজমদের হাতে তুলে দেওয়া হবে টি-টোয়ে সিরিজ জয়ের ট্রফি। 

অর্থাৎ দুই ট্রফি একই সময়ে দেওয়া হবে বিজয়ী দলকে। সে হিসেবে টি-টোয়েন্টি ট্রফি নেওয়ার জন্য পাকিস্তান দলকে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর ঢাকায় মিরপুরে ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Post a Comment (0)
Previous Post Next Post

Recent in Sports