টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ব্যাটিং করতে পারেননি লিটন দাস। ৮ ম্যাচে অংশ নিয়ে কোনো ফিফটির দেখা পাননি এই তারকা ওপেনার। আরব আমিরাতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৬.৬৩ গড়ে ১৩৩ রান করেন লিটন।
বিশ্বকাপের মতো বড় আসরে এই তারকা ক্রিকেটারের এমন বাজে পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে ঘরে-বাইরে অনেক সমালোচনা হয়।
সেই সমালোচনার কারণেই বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়নি লিটনের। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও টেস্টে খেলতে নেমে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে হাল ধরেন লিটন।
বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে লিটন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে,চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। সেখানে ২০২১ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস পিছনে ফেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে৷
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি মুমিনুল হক৷ তবে, অধিনায়কের সেই সিদ্ধান্তের ফায়দা উঠাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা৷ উল্টো মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভরাডুবির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।
দলকে এমন অবস্থা থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও অভিজ্ঞ মুশফিকুর রহিম৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ম উইকেট জুটিতে ইতিমধ্যে ১৫০ রান যোগ করেছেন এই দুই ব্যাটার৷ তাদের বদৌলতে দিনের দ্বিতীয় সেশনে কোন উইকেটই হারায়নি বাংলাদেশ৷
সেই সাথে দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে তামিম ইকবালকে পিছনে ফেলে এক নম্বরে চলে গেছেন মুশফিকুর রহিম৷ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি৷
উইকেটের অপরপ্রান্তে মুশফিকুর রহিমকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস৷ পেয়েছেন ফিফটির দেখাও৷ ২০২১ সালে ৯ ইনিংসে ব্যাট করে এটা লিটন দাসের পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস৷
আর সেই সাথে এবছরের রান সংগ্রাহকদের তালিকায় লিটন পিছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে৷ সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর কাটালেও লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় কাটাচ্ছেন লিটন৷
মাত্র ৯ ইনিংসে ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৪৮ রান৷ আর সেই সাথে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি৷ লিটনের চেয়ে ৬ ইনিংস বেশি ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত ৪৪৭ রান করেছেন ভারতের অধিনায়ক৷ লিটনের ইনিংস সর্বোচ্চ যেখানে ৯৫ সেখান বিরাট কোহলি এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৭২ রান।