হুট করে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনকে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্ট্যাটাসে তার স্ত্রী লিখেন, “আসসালামু আলাইকুম। তিনি গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এখন তিনি হসপিটালে ভর্তি সবাই তার জন্য দোয়া করবেন৷ মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমীন।
এখনও রুবেল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সূত্র আশ্বস্ত করেছে, রুবেলের অসুস্থতা গুরুতর কিছু নয়। সঠিক চিকিৎসায় অনেকটাই সেরে উঠেছেন তিনি।
সূত্র আরও জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) সকালে রুবেলের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের এই পেসার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। মোহাম্মদ সাইফউদ্দিন চোটের কারণে ছিটকে পড়লে রুবেলকে বাংলাদেশ দলের মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়।৩১ বছর বয়সী এই ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন।