ভারতকে পিছনে ফেলে শীর্ষে পাকিস্তান সবার নিচে বাংলাদেশ

 প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে ভারতকে টপকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে পাকিস্তান। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে হারের তিক্ত স্বাদ নিয়েই যাত্রা শুরু করলো বাংলাদেশ। 



চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ভালো শুরুর পরও তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের চেয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে অলআউট হয়েছিল পাকিস্তান। তবে দূর্দান্ত বোলিং নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে টাইগারদের মাত্র ১৫৭ রানেই বেধে ফেলে সফরকারীরা।

ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাড়িয়েছিল ২০৪ রানের। যার জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও শতরানের পার্টনারশিপ গড়ে চতুর্থ দিনেই জয়ের পথ তৈরি করে রেখেছিল পাকিস্তানের ওপেনাররা। 

সাগরিকা খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দিন দুই ওপেনার আবেদ আলী (৯১) এবং আব্দুল্লাহ শফিক (৭৩) উইকেট হারালেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে, ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে বাবর আজমরা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে তিন টেস্ট খেলে এটি পাকিস্তানের দ্বিতীয় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতায় রেখে শেষ করেছিল তারা। যার ফলে বর্তমানে ২৪ পয়েন্ট এবং ৬৬.৬৬ শতাংশ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। 

অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারিয়ে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুম শুরু করেছে শ্রীলঙ্কা। তাই শতভাগ জয়ে নিয়ে তারা রয়েছে সবার শীর্ষে। আর সর্বোচ্চ ৩০ পয়েন্ট পেয়ে জয়ের শতকরা হিসেবে তিন নম্বরে রয়েছে ভারত।

Post a Comment (0)
Previous Post Next Post

Recent in Sports