লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। তবে দল ছাপিয়েও দারুণ বন্ধুত্ব লিওনেল মেসি এবং নেইমারের।
বার্সেলোনায় একসঙ্গে কাটিয়েছেন বহুদিন। এরপর এখন আবার থিতু হয়েছেন পিএসজিতে। পুরনো ক্লাব বার্সেলোনার পাট চুকিয়ে প্যারিসে থিতু হওয়ার পেছনে ‘বন্ধু’ নেইমারের অবদানের কথা জানিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
জানা গিয়েছিল, প্রিয় বন্ধুকে প্যারিসে আনার পেছনে অনুঘটক ছিলেন খোদ নেইমার! এছাড়া পিএসজির হয়ে মেসির গোলখরা কাটানোর পর তার থেকেও বেশি উদযাপন করতে দেখা গেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকেই।
তবে এবার পাওয়া গেল দুঃসংবাদ। জানা গেছে, মেসি আর নেইমারের সম্পর্কটা আগের মতো আর নেই! বার্সেলোনার সাংবাদিক শাভি তোরেসের দাবি, তাদের দুজনার সম্পর্ক আগের মতো আর বন্ধুত্বপূর্ণ নয়।
মেসি পিএসজিতে থিতু হওয়ার পর সমর্থক এমনকি সমালোচকরাও বলতে বাধ্য হয়েছিল, মেসি-নেইমার এবং এমবাপ্পে মিলে বিশ্বের সেরা আক্রমণভাগ এখন পিএসজির। ফুটবল ভক্তরাও এই ত্রয়ীর রসায়ন দেখতে মুখিয়ে ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে তেমন কিছুর দেখা মেলেনি।
একসময় তো মেসির কারণে নিজের অবস্থান হালকা হওয়ার আশঙ্কায় এমবাপ্পের ক্লাব ছাড়ার খবর ছিল ‘ওপেন সিক্রেট’। এরপর নেইমার-এমবাপ্পের বিরোধ সামনে আসে। সবশেষ এলো আরও তিক্ত খবর।