শেষ ওভারের রোমাঞ্চ ছড়িয়েও তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। সহজ জয়ের পথে থাকা পাকিস্তানকে চাপে ফেলার কাজটা করেন তাসকিন আহমেদ।
তবে এই টাইগার পেসার ততক্ষণে হাতের চোট পেয়ে বসেন, মাঠের বাইরেও যেতে হয়। এবার তাকে যেতে হচ্ছে হাসপাতালে, লাগতে পারে সেলাই।
মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দ্বিতীয় ইনিংসে চোট পান তাসকিন। পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে নিজেই বল করছিলেন। প্রথম বলে পাকিস্তান অধিনায়ক বাবর আজম স্ট্রেট ড্রাইভ করলে বল আটকানোর চেষ্টা করেন তাসকিন।
ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এসে প্রাথমিক চিকিৎসা করলেও ছেড়েছেন মাঠ। এরপর অবশ্য মাঠে ফিরে বল হাতে নেন ১১ তম ওভারেই। পরে ১৮তম ওভারে দেখান ঝলকও।
জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৮ বলে ১৯। ঐ ওভারে তাসকিন খরচ করেন মাত্র ৪ রান। কিন্তু খেলা শেষেই তাকে যেতে হয়েছে হাসপাতালে। এমনকি দলের মেডিকেল বিভাগ বলছে লাগতে পারে সেলাইও।
আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। এর আগে তাসকিনের এই চোট উদ্বেগ জাগাচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের।