টি-টোয়েন্টি সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জ্বার রেকর্ড বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। 


আর এই হারের সাথে যত লজ্জার রেকর্ড করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। রেকর্ডটি হল এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ হারের। 

এতদিন এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ছাড়িয়ে যায় লঙ্কানদের। দ্বিতীয় ম্যাচে হারার পর সেই লজ্জার বিশ্বরেকর্ডকে টাইগাররা আরও এক ধাপ উপরে উঠে গিয়েছে। 

এবছর খেলা ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচে ১১ টি জয়ের বিপরীতে ১৫ টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালে শ্রীলঙ্কা হেরেছিল ১৩টি ম্যাচে। সে বছর লঙ্কানরা খেলেছিলই মোটে ১৬ ম্যাচ। 

এই রেকর্ডে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। ২০১০ সালে ১৮ ম্যাচ খেলে ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা হেরেছিল ১২ ম্যাচে। এ বছর অস্ট্রেলিয়া হেরেছে ১২ ম্যাচে, খেলেছে মোট ২২ ম্যাচ।

 যদিও অজিরা এ বছরই জিতেছে নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এ বছর বাংলাদেশ মোট ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যা ২০২১ সালে কোন দলের খেলা সর্বোচ্চ ম্যাচ। 

বাংলাদেশের পরেই এই তালিকায় আছে পাকিস্তান ও নেদারল্যান্ডস, দুই দলই খেলেছে ২৫ টি করে আন্তর্জাতিক ম্যাচ।

Post a Comment (0)
Previous Post Next Post

Recent in Sports