কোহলির রেকর্ড ভেঙ্গে নিজের করে নিলেন কিউই ওপেনার

যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে, ক্রিকেটে সবচেয়ে ক্ষণস্থায়ী জিনিস কোনটি? উত্তরে অনেকেই যে শব্দটি বলবেন, তা হলো ‘রেকর্ড’। কারণ, এই রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। ঠিক তেমনি আজ মার্টিন গাপটিল ভেঙে দিলেন বিরাট কোহলির এক রেকর্ড।


বিশ্বকাপ শেষ হতেই নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজ খেলছে ভারতীয় দল। আর নিজ দেশেই রেকর্ড হারালেন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রানসংগ্রাহকের আসনটা দখল করে রেখেছিলেন ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ভিরাট কোহলি। সেই কোহলির দেশেই ভারতীয় তারকাকে ছাড়িয়ে গেলেন মার্টিন গাপটিল।

আজ (১৯ নভেম্বর) রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির রান ছিল ৩২২৭, যিনি এই সিরিজ খেলছেন না। আর গাপটিল আজ ইনিংস ওপেন করতে নেমেছিলেন ৩২১৭ রান নিয়ে। ম্যাচে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে স্লিপে থাকা সূর্যকুমার যাদবের মাথার ওপর দিয়ে চার মেরে শুরু করলেন গাপটিল।

দ্বিতীয় বলে গাপটিলের আউটসাইড এজ হয়ে বল পয়েন্টের ওপর দিয়ে গিয়ে খুঁজে নেয় সীমানার দড়ি। চতুর্থ বলে লোকেশ রাহুল ক্যাচ মিস করলে দুই রান নিয়ে কোহলিকে ছুঁলেন গাপটিল। আর প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বরকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন কিউই ডানহাতি ব্যাটার।

দীপক চাহারের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে গাপটিল যখন ড্রেসিংরুমে ফিরছেন, তখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার নামের পাশে ৩২৪৮ রান। দ্বিতীয় অবস্থানে থাকা কোহলির সংগ্রহ ৩২২৭; তৃতীয় অবস্থানে ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সংগ্রহ ৩০৮৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান করার এলিট ক্লাবে আছেন শুধুমাত্রই এই তিন ব্যাটসম্যান।


1 Comments

  1. The level here is that you need to} solely be playing in} 1xbet video games you enjoy. If you persist with this strategy and play responsibly, you may have a great time|a good time} on-line. US playing web sites do not solely give attention to} poker, on line casino gaming, and sports activities betting. However, should you're in Michigan, Pennsylvania, or Virginia, you may even have the flexibility to play lotteries on-line. Meanwhile, quantity of} states like Colorado and Tennessee have expanded from land-based to on-line betting, however are unlikely to broaden their on-line playing choices any time quickly. The US Supreme Court paved greatest way|the method in which} for cellular and on-line betting sites to go stay in more states, and that is what we're seeing.

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Recent in Sports