টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন শোয়েব মালিক। দারুণ ছন্দে থাকা এই অলরাউন্ডার বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশে।
স্বাগতিক দলের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্টও খেলবে পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মালিক।
পাকিস্তানের ক্রিকেটকে আজকের, এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে ,শোয়েব মালিক অন্যতম।
এই পর্যন্ত অনেক, রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা,ক্রিকেটার।
সূএ থেকে জানা গেছে বাংলাদেশের মাটিতে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন শোয়েব মালিক। আসন্ন বাংলাদেশ সফর শেষে ,পাকিস্তানের জার্সিতে, আরও কোনো ,ম্যাচে দেখা যাবে না তাঁকে।