প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল

 দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে আগামী ২০২২ বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। শুক্রবার সকালে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ সাও পাওলোতে তারা জিতেছে ১-০ গোলে।



বিশ্বকাপ বাছাই পর্বের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখে দিয়েছিলো ব্রাজিল। ফলে তারাই যে সবার আগে বিশ্বকাপের টিকিট পাবে, তা একপ্রকার নিশ্চিতই ছিল। হলোও তাই!

আক্রমণে ব্রাজিলের দাপট থাকলেও প্রথমার্ধে গোলের জোরালো সম্ভাবনা তৈরি করল কলম্বিয়া। বিরতির পরও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সুযোগগুলো ব্যর্থতায় মিলিয়ে যাচ্ছিল ফিনিশিংয়ের দুর্বলতায়। অবশেষে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে লুকাস পাকেতা করলেন লক্ষ্যভেদ। এই লিড ধরে রেখে কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল তিতের শিষ্যরা।


৭২তম মিনিটে সেলেসাওদের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার পাকেতা। তাকে অ্যাসিস্ট করেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার।

ম্যাচের ৬৩ শতাংশ সময়ে বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। অন্যদিকে, সফরকারী কলম্বিয়ার নেওয়া পাঁচটি শটের একটি ছিল লক্ষ্যে।

এই জয়ের কল্যানে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ব্রাজিল।



Post a Comment (0)
Previous Post Next Post

Recent in Sports