মিজানুর রহমান আজহারী ভিপি নুর ৭১ টিভি সাম্প্রতিক

 



আমরা জানি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে খুব আলোচনা-সমালোচনা হয়ে থাকে আর একটা পর একটা বিষয়ে আমাদের কাছে আসতেই থাকে । আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আসলে আসলে আমরা এখনো বিভিন্ন রকম সমস্যা থেকে বের হয়ে আসতে পারতেছি না বিশেষ করে।  আমরা প্রায় সময় দেখি একটা সমস্যার সমাধান না হতে না হতে আরেকটা সমস্যা এসে আমাদের সামনে দাঁড়াই । সে ক্ষেত্রে গভমেন্ট বা সরকারি লোক বা সরকারি চাকরিজীবী বা প্রশাসন আছেন যে দেশের প্রশাসন বাজে দেশের গভমেন্ট আছেন সে দেশে গবমেন্ট সে সকল সমস্যাগুলো সমাধান করার জন্য এগিয়ে আসে এবং তারা এগুলো মানুষের কাছে যেন বিরাট কোন প্রভাব ফেলতে পারে সে ক্ষেত্রে তারা দ্রুত এগুলো সমাধান করার জন্য চেষ্টা করে ও  অন্য কিছু নয় সেই দিকে ও নজর রাখেন। 


ভিপি নুর

 বিশেষ করে আমরা জানি যে ভিপি নুর বাংলাদেশের মধ্যে বর্তমান খুবই  জনপ্রিয় একজন ব্যক্তি।  তিনি সকল বিষয় নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা করে থাকেন।  বাংলাদেশের যে কোন রকম সমস্যা বা জনগণের অধিকার আদায় করার জন্য যে সকল কথা গুলো বলা প্রয়োজন । তিনি বি'রোধী দলের থেকেও বেশি দায়িত্ব পালন করে আসছেন।  এটা তার জন্য বিশেষ করে খুবি ভালো হয়ছে কারণ  সকল শ্রেণীর মানুষের কাছে তিনি দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছেন । অবশ্যই মানুষ সবার কাছে তাদের কর্মের কারণে  জনপ্রিয় হয় । ভিপি নুর তিনি ও তার কর্মের কারণে মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছেন । তবে সমস্যা হচ্ছে উনি হচ্ছে একজন সাধারন জনগন সাধারন মানুষ সে ক্ষেত্রে অনেক সময় তিনি অনেক কথা বলে ফেলেন এবং এগুলোর প্রতিফলন হয়তোবা আরেকটু বেশি হয় বা তার ওপরও প্রভাব পড়ে ।  তিনি সব সময় স্বাধীনভাবে কথা বলার জন্য চেষ্টা করেন এবং একজন স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে সেটা প্রত্যেকটা জনগণের করা উচিত।  যে কাজটা আমরা অনেকেই করতে ভয় পায়।  বিশেষ করে আমরা যখন কোন একটা সমাজে বাস করি সেটা যদি গণতান্ত্রিক পথে না চলে তখন সেই সমাজের মধ্যে আপনি যেকোন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করেন না কেন আপনার মধ্যে একটা বিধাতা কাজ করবে তো সেই ক্ষেত্রে বিভিন্ন একটু অন্যরকম তিনি তার জীবনকে বাজি রেখে তিনি সবসময় চেষ্টা করেন । সরকার হোক বা সরকারদলীয় না হোক যে কোনো পক্ষ হোক তাদের বিপক্ষে জনগণের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করেন।  তাই তিনি দিনদিন বাংলাদেশের আগামী প্রজন্মের প্রধানমন্ত্রী হিসেবে অনেকে তাকে উপাধি দিয়েছেন । তাছাড়া নতুন প্রজন্ম যারা আছেন তারা তাকে প্রচন্ড ভালোবাসেন কারণ হচ্ছে তিনি আজকে এই পজিশনে আসার পেছনে অবশ্যই তিনি বিশেষভাবে কোন রাজবংশের রাজনীতিক ঘরের ছেলে না সে ক্ষেত্রে তাকে পথে আসার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে ।বিশেষ করে রাজনীতি ক্ষেত্রে একটা মানুষকে কত পরিশ্রম করে একটা ভালো পর্যায়ে আসতে হয় , সেটা যদি উদাহরণ টানতে হয় অবশ্যই সবাইকে বলবে ভিপি নুর কারণ ভিপি নুর এমন একজন ব্যক্তি যার মধ্যে যেমন প্রতিভা আছে  । যেমন ট্যালেন্ট আছে যেমন কথা বলার যুক্তি আছে সবকিছু না মধ্যে আছে সব সময় যে কোন বিষয়টি নিয়ে অনেক সুন্দর ভাবে মানুষের মধ্যে উপস্থাপন করতে পারে এবং এই জিনিসগুলো মানুষ খুব সহজে নেই সে ক্ষেত্রে তার পজিটিভ এবং মানুষকে বোঝানোর ক্ষমতা সেটা কাজে লাগিয়ে তিনি খুব সহজে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে যাচ্ছেন এবং আগামী প্রজন্মের হয়তোবা এমপি ইলেকশন করবেন সে ক্ষেত্রে অবশ্যই ওনাকে হারে জনপ্রিয় হতে হবে  । উনার নির্দেশেই এরিয়া গুলোতে আরেকটা কথা আমরা প্রায় সময় মনে করে থাকে যে আমরা যদি সরকারি বিরোধী কিছু বলে সে ক্ষেত্রে হয়তোবা আমাদের ক্ষতি হতে পারে কিন্তু আপনি একটা কথা চিন্তা করে দেখবেন আপনি যখন ভালো কাজ করবেন আপনার বাধা আসবেই।  সেজন্য আপনাকে থেমে থাকলে  হবে না ,  সেটা কোন ভাব দেখাদো কথা না তবে আপনি যদি এ সকল বাধা অতিক্রম করে যেতে পারেন অবশ্যই আপনার জীবনে ভালো কিছু আশা করা যায় এবং ভালো কিছু হবে সেরকম চিন্তাও করা যায় । তবে আপনি যদি চিন্তা করেন সহজেই আপনার সাকসেস পেয়ে যাবেন বা সহজেই আপনি ভালো কিছু পেয়ে যাবেন তাহলে এখন আপনি বোকার রাজ্যে রয়ে গেছেন । কারণ পৃথিবীতে কোন ভালো কিছু  হহজে সমাজে হয় না এই সব ভালোর জন্য আপনাকে সেই লেভেলের কঠিন পরিশ্রম করতে হয় । সেই সাথে  সবগুলো দিতে হয় সঠিক দিক এবং সঠিক গাইডলাইন মেনে তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন ।  আপনি যে টার্গেট নিয়ে আঘাত সে তার আগে আপনি পৌছাতে পারবেন তাই প্রত্যেকটা বৃত্তি চাই তার জীবনি সে ভালো কিছু করুক এবং ভালো কিছু হোক এবং সমাজে এবং প্রত্যেকটা মানুষের জন্য কিছু করুক। সে আশা যদি আপনার থাকে অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব বিভিন্ন যেমন রাজনীতির পর্যায়ে চলে আসছেন তার নিজস্ব মেধা এবং তার মেধা শক্তি দিয়ে বিশেষ করে তারক কথার স্টাইল মানুষের মধ্যে যে বন্দি এবং শ্রবণশক্তি পৌঁছায়। 


মিজানুর রহমান আজহারী

বর্তমান যে সকল বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে বাংলাদেশে তার মধ্যে অন্যতম হচ্ছে 71 টিভি  । 71 টিভি কে নিয়ে এত আলোচনা সমালোচনা হওয়ার সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে, একাত্তরটিভি কিছুদিন হলো ধ'র্মবি'রোধী কতগুলো বিষয় নিয়ে তারা খোলামেলা আলোচনা করেছে ।  যারা ধ'র্ম প্রেমী বিশেষ করে যারা ই'সলাম ধ'র্মের প্রেমে তারা তাদের ধর্মের মধ্যে আ'ঘাত পেয়েছে তাই তারা এই বিষয়টা নিয়ে উ'দ্বিগ্ন হয়েছে এবং এটা নিয়ে কাজ করার জন্য তারা সবদিক দিয়ে লেগে পড়েছে । বিশেষ করে একাত্তর টিভিকে বয়কট করার জন্য ই'সলাম ধ'র্মের অনুসারী এবং যারা বিশেষ করে ই'সলাম ধ'র্মের স্কলার যারা ই'সলাম ধ'র্ম সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকে মানুষকে কিভাবে জীবন যাপন করতে হয় সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারাই সকল বিষয়গুলো ভালো জানেন । সেই ক্ষেত্রে তারা মানুষকে বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে । তাই 71 টিভিতে যে কথাগুলো হয়েছে ই'সলাম ধর্ম বিরোধী , সেটা নিয়েও তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে এবং তাদের মধ্য থেকে যারা সবথেকে পপুলার এবং জনপ্রিয় তাদের কথাগুলো মানুষ সবচেয়ে বেশি শুনে এবং তাদেরকে বেশি প্রাধান্য দেয় । তাদের মধ্যে অন্যতম হচ্ছে মিজানুর রহমান আজহারী তারপর চরমোনারপীর দেন যে আপনার কুয়াকাটা এই তিনজন ব্যক্তি বাংলাদেশের ইসলামিক স্কলারদের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং তাদের কথাবার্তা কে মানুষ সব থেকে বেশি মূল্যায়ন করে থাকে । তাদের মধ্য থেকে বর্তমান তরুণ সমাজ একজন মানুষ বেশি পছন্দ করে তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারী  । আজহারী কিছুদিন হলো তার ফেসবুক পেজের মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি 71 টিভি দেখবেন না সেটাই করেছেন এবং তার যে অনুসারে আছে তাদেরকেও একাত্তরটিভি বয়কট করার জন্য অনুরোধ করেছেন । সবকিছু মিলিয়ে তিনি একাত্তর টিভিকে বোঝাতে চাচ্ছেন যে আসলেই তাদের টিভিটা আমাদের সমাজের জন্য কাজ করে যাচ্ছে যা এখনই আমাদের কাজ করা উচিত তনা হলে ভবিষ্যতে আমাদের প্রজন্ম আগামীর দিন গুলোতে সমস্যায় পড়তে পারে  । সেই পরিপ্রেক্ষিতে তিনি আগে থেকেই সকল বিষয়গুলোকে সর্বসাধারণকে  সচেতন করেছেন ।


৭১ টিভি 

বাংলাদেশের যে সকল গণমাধ্যম গুলো রয়েছে তার মধ্যে 71 টিভির সবচেয়ে জনপ্রিয় পর্যায়ে আছে।  বিশেষ করে 71 টিভির বাংলাদেশের HD টিভি গুলোর মধ্যে একটি টিভি । যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়ে থাকে । যেখান থেকে মানুষ অনেক ভালমানের তথ্য পেয়ে থাকে সঠিক তথ্য পেয়ে থাকে।  সেই কারণেই একাত্তরটিভি দিন দিন মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠতে যাচ্ছে । বিশেষ করে আপনি যখন একটা ভালো কিছু করবেন তখনই আপনি মানুষের কাছে খুব দ্রুত এবং ভালো কিছু ফল আশা করতে পারেন 71 টিভি সেরকমভাবে ভালো কিছু করছে তাই মানুষের কাছে তারা অতি দ্রুত পৌঁছে গেছে ঠিক তেমনি ভাবে আপনি যখন সমাজ বা নিজে খারাপ কিছু করবেন । তখন আপনাকে মানুষ আলোচনা-সমালোচনা করবে এটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে । কারণ প্রত্যেকটা ভালো কাজের যেমন সাবাস মানুষের কাছে  আশা করা যায় তেমনই একটা খারাপ কাজের জন্য মানুষের কাছে বিভিন্ন রকমের অপমান অপদস্থ হতে হয় । তাই বিশেষ করে কিছুদিন আগে আমাদের সমাজের মধ্যে একাত্তর টিভিকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা-সমালোচনা হচ্ছে অনেকে বলতেছেন একাত্তরটিভি ব'য়কট করার জন্য এবং অনেকে বলতেছেন একাত্তরটিভি ই'সলাম বি'রোধী কথা বলে । তাই একাত্তরটিভি আর দেখবো না এবং 71 টিভিতে বিজ্ঞাপন প্রদর্শন  করে টাকা দিয়ে বিজ্ঞাপন দেয় তাদের পণ্য বর্জন করার জন্য,  তবে আপনি একটা জিনিস যদি ভালো করে চিন্তা করেন আমি আপনি একটা মানুষ বা দুইটা মানুষ বা এক লক্ষ মানুষ একাত্তর টিভিকে বা কোন নির্দিষ্ট টিভিকে বর্জন করলে করলে  তাদের তেমন বেশি ক্ষতি হবে না , সে ক্ষেত্রে একাত্তরটিভি যদি তেমন কোনো খারাপ কাজ করে থাকে ।সে ক্ষেত্রে অবশ্যই সেদেশের গভমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সব থেকে ভালো হয়। কারণ হচ্ছে গভমেন্ট খুব ভালো জানে কিভাবে কি কাজ করলে সমাজ এবং মানুষের সবার জন্য ভালো হব... বিশেষ করে আমের টিভি সম্পর্কে একটু পড়বো বাংলাদেশের বিভিন্ন রকম টিভি চ্যানেল আছে । যারা বিশেষ করে খবরের জন্য খুবই জনপ্রিয় আর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো চমৎকারভাবে খবর উপস্থাপনা করে থাকে । সেজন্য এই সকল টিভি চ্যানেল গুলো অন্যান্য টিভি চ্যানেলের তুলনায় যেমন নাটক মুভি এই সকল টিভি চ্যানেল এর তুলনায় নিউজ চ্যানেল গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠে যাচ্ছে ।বাংলাদেশ থেকে অবশ্যই তাদের এখানে একটা নির্দিষ্ট পরিমাণ থাকে কারণ তাদের অক্লান্ত পরিশ্রম এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে মানুষের কাছে তারা জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে আজকে যারা 71 টিভি ক্রিকেট করতেছেন অবশ্যই একাত্তরটিভি কিছু না কিছু ভুল আছে ।  একাত্তর টিভিকে অবশ্যই তাদের ভুলগুলো সংশোধন করে সমাজের কাছে মানুষের কাছে ক্ষ'মা চেয়ে নিলে অবশ্যই মানুষ তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে যেন তারা এই সকল সকল জিনিস নিয়ে কখনো আর ভুল না হয় সেদিকে যেন তারা একটু বেশি নজর রাখে সেটা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে হবে ।  তখনই 71 টিভির তার পূর্বের অবস্থানে ফিরে আসবে এবং মানুষ 71 টিভিতে আবার আগের মত আপন করে নেবে তবে প্রত্যেকটা টিভি চ্যানেল তাদেরকে নিরপেক্ষ হিসেবে সমাজের জন্য কাজ করা উচিত ।  কারণ টিভি চ্যানেলগুলো যখন আপনাকে কোন সংবাদ প্রচার করে তখন মানুষ সংবাদ গুলো সব সময় সত্য মনে করে এবং সেই সকল সংবাদ গুলো মানুষ খুব পজিটিভ নিয়ে থাকেন । তবে 71 টিভি বলে বাজে সকল চ্যানেল বাংলা দেশ আছে পৃথিবীতে যে সকল টিভি চ্যানেল আছে সকল টিভি চ্যানেল উচিত তাদের সত্য এবং সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রচার করা যা প্রত্যেকটা মানুষের জন্য উপকারে আসবে এবং মানুষ সমাজের জন্য ভালো কিছু জানবে । 

Post a Comment (0)
Previous Post Next Post

Recent in Sports